নৌকার বিজয়ে জার্মান আওয়ামী লীগের আলোর মিছিল
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হওয়ায় বাংলাদেশের মত প্রবাসে আনন্দ উল্লাস করে প্রবাসিরা । জার্মানির রাজধানী বার্লিনে একটি মিলনায়তনে নৌকার বিজয়ে প্রবাসিদের নিয়ে আলোর মিছিলের আয়োজন করে জার্মান আওয়ামী লীগ ।
এই সময় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি জনাব মিজানুর হক খান ,জার্মান আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ,জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি নুরজাহান খান নুরি , জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জার্মান আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল,বার্লিন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সূর্য কান্ত ঘোষ ,বার্লিন আওয়ামী লীগের লীগের সহ সভাপতি কাজী আকরাম, জার্মান আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ওয়াদুদ মিয়া , বার্লিন আওয়ামী লীগের লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ রেদোয়ান, বার্লিন যুব লীগের সাধারন সম্পাদক লিখন খান, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব আওয়াল খান সহ আরও অনেকেই ।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
জার্মান আওয়ামী লীগের নেতারা বলেন নৌকার এই বিজয় গণতন্ত্রের বিজয় উন্নয়নের বিজয়। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশনকে জার্মান আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ।
আরও পড়ুন:
জোটের ভাগে অনেক নেতা নৌকা হারাবেন