গণসংযোগ অব্যাহত রাখবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানিয়েছেন, নতুন করে বড় কোনো কর্মসূচি ঘোষণার আগে বিএনপি গণসংযোগ অব্যাহত রাখবে। এ সময় তারা গণসংযোগের পাশাপাশি জনগণের মাঝে লিফলেট বিতরণ করবে।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।
আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের কোটি কোটি মানুষ গতকাল এই সরকারকে বর্জন করেছে। তারা শুধু ভোট বর্জন করেনি, গতকাল যে কাজটি করেছেন তারা বিদ্যমান আওয়ামী লীগের এই একদলীয় বাকশাল সরকারকে বর্জন করেছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি জানান, ডামি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি ও সমমনা দল।
সমমনা দলগুলোও মনে করে, ভোট বর্জনের মধ্য দিয়ে প্রতিরোধের সূচনা হয়েছে। জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে। তাই বিরতি না দিয়ে সরকার পতনের ‘এক দফা’ দাবির আন্দোলন চালিয়ে যেতে চায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?