গোপালগঞ্জের তিনটি আসনেই নৌকার জয়
দ্বাদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ-২ ও ৩ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী নিরঙ্কুশ জয়লাভ করেছেন। রবিবার রাত ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নির্বাচনের এই ফল ঘোষণা করেন।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি এম নিজামউদ্দিন লস্কর একতারা প্রতীকে ভোট পেয়েছেন ৪৬৯টি।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর- কাশিয়ানী আংশিক) আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন শেখ ফজলুল করিম সেলিম এমপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির কাজী শাহীন লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ১৫১৪টি।
তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে। এ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কর্নেল ফারুক খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪টি।