সুযোগটি কাজে লাগাতে চাই: ইবরাহিম
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। এই জয়ের পর গতকাল রবিবার রাতে এক প্রতিক্রিয়ায় তিনি আমাদের সময়কে বলেন, ‘আশাকরি চকরিয়া পেকুয়ার জনগণের খেদমতে এই সুযোগটি পূর্ণভাবে ব্যবহার করতে পারব।’
কক্সবাজার-১ আসনের নির্বাচন প্রসঙ্গে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি ছিল সন্তোষজনক। তবে নির্বাচনে প্রতিপক্ষের আচরণ কোনো মানদণ্ডে ভদ্র ছিল না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এই বিজয়ে মহান আল্লাহ তায়ালা, ভোটার ও নির্বাচনী প্রচারণায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?