এত সুন্দর নির্বাচন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারী ২০২৪, ০০:৪৩
শেয়ার :
এত সুন্দর নির্বাচন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই নির্বাচন আত্মসম্মানের নির্বাচন। প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকেও এত সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে, তাহলে সফল নির্বাচন করা যেতে পরে, তা আজকের নির্বাচনে প্রমাণিত হয়েছে। এই নির্বাচনকে ঘিরে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে। তারা সবসময় উত্তেজনা ঘটাতে ব্যস্ত থাকে। কিন্তু বাংলাদেশের মানুষ উত্তেজনার বদলে উৎসবকে বেছে নিয়েছে। তাই অনেক প্রতিকূলতার মধ্যেও নির্বাচন হয়েছে।’

আজ রবিবার রাতে সাংবাদিকদের এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এর মাধ্যমে ২০০৮ সাল থেকে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অনেক প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়েছেন, তারা প্রমাণ করেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের মানুষ প্রত্যাখান করে। এই ভোট সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব। ফলে এই নির্বাচনে শুধু আওয়ামী লীগ জয়ী হয়নি, এই নির্বাচনে জয়ী হয়েছে বাংলাদেশ। আজকের এই দিনে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’

তিনি বলেন, ‘সফল একটি নির্বাচন সম্পন্ন করেছি আমরা। এজন্য বোচাগঞ্জ উপজেলার সকল জনগণকে ধন্যবাদ জানাই। আমাদের উপজেলার বাইরে যারা থাকেন তারা ভোট দেওয়ার জন্যই দূর-দূরান্ত থেকে এসেছেন। ফলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে মোট ভোট এসেছে ১ লাখ ৮৯ হাজার ১২০। এর মধ্যে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট এবং জাতীয় পার্টির মাহবুব আলম পেয়েছেন ৪ হাজার ৮৪৯ ভোট।