বরিশালে বিজয়ী হলেন যারা
বরিশালে ছয়টি আসনের বেসরকারিভাবে ফলাফলে চারটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে রাশেদ খান মেনন নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একে ফাইয়াজুল হক রাজু (ঈগল) ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ২ লাখ ৬৯ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৬০৫ ভোট।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ঈগল প্রতীকে ১ লাখ ৬১ হাজার ১০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট।
বরিশাল-৫ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু পেয়েছেন ৩৯ হাজার ৩৭৪ ভোট।