নিজেদের ‘দুর্গ’ হারাল জাপা

রংপুর ব্যুরো
০৭ জানুয়ারী ২০২৪, ২৩:২২
শেয়ার :
নিজেদের ‘দুর্গ’ হারাল জাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটিতে জিতেছেন নৌকা প্রতীকের প্রার্থী। একটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী, আরেক স্বতন্ত্র প্রার্থী জয়ের পথে আছেন। জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের ‘দুর্গ’খ্যাত রংপুরে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি।

 আজ রবিবার রাত ১০ টার দিকে এ তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য মতে, রংপুর-১ (গংগাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড) আসনের মোট ১২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে গংগাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ‘কেটলি’ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপা থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট এবং জাপা মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট। এই আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মোট ১৩৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউক নৌকা প্রতীকে আবারও নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৬১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার ট্রাক প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৭৯২ ভোট ও জাপা মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২০ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৪৬ জন।

রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড) আসনের মোট ১৭৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলে লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের মোট ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার মোস্তফা সেলিম বেঙ্গল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১২৫ ভোট। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের মোট ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। ট্রাক প্রতীকে ১ লাখ ৬ হাজার ১২৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৫০৫ ভোট। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মোট ১১১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৫ হাজার ৪৯৮ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন।