পঞ্চগড়ে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী

পঞ্চগড় প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৪, ২৩:২০
শেয়ার :
পঞ্চগড়ে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুইটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

পঞ্চগড়-১ আসনে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্ত ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ১ লাখ ৮১ হাজার ৭১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চতুর্থবারের মত এমপি নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রহমান রিপন পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।