হ্যাটট্রিক করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ

ফুলপুর প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৪, ২২:৫৫
শেয়ার :
হ্যাটট্রিক করলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আজ রবিবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলে তিনি জয়লাভ করেন। এর ফলে সংসদ নির্বাচনে টানা তিনবার জয় পেলেন শরীফ আহমেদ।

ময়মনসিংহ-২ আসনে মোট ১৭৪ কেন্দ্রে নৌকা প্রতীকে শরীফ আহমেদ পেয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।

ময়মনসিংহ-২ আসনে ৫ বারের সাবেক সংসদ সদস্য একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক মরহুম এম শামছুল হকের ছেলে শরীফ আহমেদ ২০১৪ সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০১৮ সালে বিপুল ভোটে দ্বিতীয়বার একই আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সলের নির্বাচনের পর সরকার শরীফ আহমেদকে প্রথমে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নিযুক্ত করেন। বর্তমানে তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমাদের অভিভাবক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে হ্যাটট্রিক জয় উপহার দিয়ে প্রমাণ করেছি আমরা ফুলপুর-তারাকান্দার মানুষ উনাকে কতটা ভালোবাসি।’

ময়মনসিংহ-২ সংসদীয় আসনটি ফুলপুর ও তারাকান্দা দুইটি উপজেলা নিয়ে গঠিত। ময়মনসিংহ-২ আসনে সর্বমোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৩৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৪ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৬৫ হাজার ৪৯৫ জন এবং হিজরা ভোটার ৩ জন। ফুলপুরে মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৬৮০ জন এবং তারাকান্দায় ২ লাখ ৫৯ হাজার ৬৬৫ জন। ময়মনসিংহ-২ আসনে গত ১১টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৮বার, বিএনপির প্রার্থী ২বার, জাতীয় পার্টির প্রার্থী একবার ও মুসলিমলীগের প্রার্থী একবার বিজয়ী হয়েছে।