হ্যাটট্রিক করলেন নিক্সন চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
স্থানীয়ভাবে ঘোষিত নির্বাচনের ফল অনুযায়ী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী ঈগল প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহ পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৭৬৬ ভোট। ফলে ২৪ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হন নিক্সন চৌধুরী।
এর আগে ২০১৪ সালে ও ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন নিক্সন চৌধুরী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?