লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৪, ২১:৪০
শেয়ার :
লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার

বিশাল ব্যবধানে হারের পথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

আজ রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে পাওয়া ১০১টির ফলে তৃতীয় স্থানে রয়েছেন তৈমুর আলম খন্দকার।

এই আসনে ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৫ ভোট। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূইয়া কেট‌লি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৪১ ভোট। আর তৈমূর আলম খন্দকার সোনালী আশ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১৪।