লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারী ২০২৪, ২১:৪০
শেয়ার :
লজ্জার হারের অপেক্ষায় তৃণমূল বিএনপির তৈমুর

বিশাল ব্যবধানে হারের পথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

আজ রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে পাওয়া ১০১টির ফলে তৃতীয় স্থানে রয়েছেন তৈমুর আলম খন্দকার।

এই আসনে ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৫ ভোট। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূইয়া কেট‌লি প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৪১ ভোট। আর তৈমূর আলম খন্দকার সোনালী আশ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১৪।