পশ্চিমা দেশের সমর্থনে বিশ্বাস করি না: পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ জনগণকে বিশ্বাস করে, পশ্চিমা দেশের সমর্থনে বিশ্বাস করে না বলে দাবি করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকদের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকানরা (মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল) সকালে একটা কেন্দ্রে গেছে। পরে জানলাম তারা সেখানে দেখতে গেছে, কেউ ব্যালটে সিল মেরেছে কি না।’
নির্বাচনে ভোট কম পড়ার কারণ জানতে চাইলে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘শুক্র-শনি-রবি টানা তিনদিন ছুটি হওয়ায় ভোট কম পড়েছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গির ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণে বিশ্বাস করি, পশ্চিমা দেশের সমর্থনে বিশ্বাস করি না।’
নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে। আমি ধন্যবাদ জানাই ইসিকে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?