ভোটের পর তারকাদের উচ্ছ্বাস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ রবিবার বিকেল ৪টায়। সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও পছন্দের প্রার্থীকে তাদের মূল্যবান ভোটটি দিয়েছেন। সঙ্গে প্রকাশ করেছেন নিজেদের ভালো লাগার কথাও।
এবার নির্বাচনে ভোটারের পাশাপাশি প্রার্থীও হয়েছেন শোবিজের বেশ ক’জন তারকা। নির্বাচনে নৌকা মার্কায় লড়ছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও ফেরদৌস আহমেদ। চিত্রনায়িকা মাহিয়া মাহি আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর গায়িকা ডলি সায়ন্তনী অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) হয়ে।
এদিন সকালেই নিজ নিজ ভোট সেরে নিয়েছেন নূর, মমতাজ ও ফেরদৌস। তবে প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি মাহি ও ডলি। নীলফামারী-২ আসনের প্রার্থী ও ভোটার নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। টানা চারবারের এই সংসদ সদস্য সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন বিদ্যাপীঠ কেন্দ্রে ভোট দিয়েছেন।
ভোট প্রদান শেষে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা যেভাবে জনসমাগম দেখছি। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নৌকা মার্কা জয়যুক্ত হবে।’
ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ভোট দিয়েছেন ঢাকা-১৭ আসনে। সকালে ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন এই চিত্রনায়ক। এরপর গণমাধ্যমের সামনে বিজয় চিহ্ন প্রদর্শন করেন এই অভিনেতা বলেন, ‘নিজ নির্বাচনী আসনে ভোট দিতে পারলে বেশি ভালো লাগতো। তবে আমার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ভোট দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ-২ আসনের ভোটার ও প্রার্থী ফোকসম্রাজ্ঞী মমতাজ ভোট প্রদান শেষে বলেন, ‘সবাই দেখেছে, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বেড়েছে। সবার মধ্যেই এক ধরনের উৎসব আমেজ কাজ করেছে।’
বেলা পৌনে ৩টার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন এরকম প্রত্যেকটা মানুষকে ভোট দিতে আসা উচিত।’
নারায়ণগঞ্জ ৪ আসনের নারায়ণগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে ভোট দেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রদান পরবর্তী স্থিরচিত্র প্রকাশ করেছেন অনেক তারকা শিল্পী। কেউ আবার দিয়েছেন ভোটের কালি লাগানো আঙুলের ছবিও প্রকাশ করেছেন ফেসবুকে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গুণী অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের দুই সন্তানকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ এর কেন্দ্রটিতে। দুই সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সারা যাকের লিখেন, ‘মিসিং ইউ আলী যাকের। তুমি আমাদের সবাইকে ভোট এর ব্যাপারে উদ্বুদ্ধ করেছ! ভোটার হিসেবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করছি। আমার ভোট আমি দেব!’
ছোটপর্দার গুণী অভিনেতা তারিক আনাম লিখেছেন, ‘আমরাও ভোট দিয়ে এলাম। অল্প সময়ের ব্যবধানে তোমাদের সঙ্গে দেখা হলো না।’
অভিনেত্রী জয়া আহসান ঢাকা ১৭ আসনের ভোটার। আজ ভোটের কালি আঙুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘৭ জানুয়ারি ২০২৪!’
ঢাকা-১০ আসনের ভোটার অভিনেত্রী সোহানা সাবা। ভোটের দিন সকালে এই অভিনেত্রী তার ছেলে শুদ্ধর সঙ্গে ফেরদৌসের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘মামা আজকে জিতবেই জিতবে।’ দুপুরে আরেকটি ছবি পোস্ট করেন সাবা। যেখানে ভোটের কালি লাগানো আঙুলের ছবিও স্পষ্ট। লিখেছেন, ‘ডান’।
একই আসনের ভোটার অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এদিন সকালে তিনি ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোট দিয়েছেন। একটি ছবি পোস্ট করে শাওন লিখেছেন, ‘ভোট দিয়ে আসলাম। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।