দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তবে...

অনলাইন ডেস্ক
০৭ জানুয়ারী ২০২৪, ১৫:৩৪
শেয়ার :
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তবে...

ঢাকাসহ সারাদেশে অনেকগুলোর কেন্দ্রের মধ্যে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তবে সেসব জায়গায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

কোথাও কোনো ঝামেলা হচ্ছে না জানিয়ে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকাসহ সারাদেশে অনেকগুলো কেন্দ্র। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি গোয়েন্দা পুলিশ আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। ’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়েছে এবং তারা ভোটকেন্দ্রে যাচ্ছেন। উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে আমি ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।’

‘হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই। সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। নির্বাচনে সামান্য ঘটনা ঘটতেই পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন’, যোগ করেন ডিবির হারুন।