নৌকা ও লাঙ্গলের সমর্থকদের সংঘর্ষ, ভোট গ্রহণে কেন্দ্র বাতিল
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ টি কেন্দ্র বাতিল করা হয়েছে।
আজ রবিবার দুপুরে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ও মহিলা কেন্দ্র দখলকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় কেন্দ্রে কর্মরত একজন প্রিজাইডিং অফিসার, ২ জন পুলিশ সদস্য সহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্র দুটি বাতিল ঘোষণা করা হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, কেন্দ্রে গন্ডগোল করলে বেশ কয়েকজন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ভোটকেন্দ্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোট গ্রহণ শুরু হয়।
আড়াইহাজারে বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের মারধর সহ বের করে দেয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন।
তবে এ বিষয়ে কথা বলতে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগের জন্য কল করা হলে তিনি ফোন ধরেননি।