ভোটার নেই, ঘুমাচ্ছেন প্রিজাইডিং অফিসার

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪, ১৩:৪৭
শেয়ার :
ভোটার নেই, ঘুমাচ্ছেন প্রিজাইডিং অফিসার

ঢাকা-১৮ আসনে ভোট প্রদান শুরু হলে ভোটার উপস্থিতি অনেক কম। তবে বাইরের জটলা বেশি। আজ রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরার বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে এসব দৃশ্য।বেলা সাড়ে ১১টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা গেছে ১০ হাজার ভোটারের মধ্যে মাত্র ৩ ভাগ ভোট কাষ্ট হয়েছে।

ভোটার উপস্থিতি কম থাকায় প্রার্থীদের এজেন্ট অলস সময় পার করছেন। কেউ কেউ ঘুমাচ্ছেন। এই কেন্দ্রের ৫ম তলায় বেশির ভাগ কক্ষের লাইনে ভোটার নেই বললেই চলে। এমনকি ৫ নম্বর কক্ষে দেখা গেছে একজন এজেন্ট ও সহকারী প্রিজাইডিং অফিসার ঘুমাচ্ছেন। 

জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেলিম আহমেদ বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। 

আনসার সদস্য মারুফ আহমেদ জানান, ভোটার একদম কম। বাইরের লোকজন বেশি আছে। 

এদিকে রাজধানীর খিলক্ষেতের পর এবার উত্তরখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরা হাইস্কুলেও দেখা গেছে একই দৃশ্য। বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদের ভোট দিতে আসেন। ভোট শেষে তিনি বলেন, ‌‘জয়ের বিষয়ে তিনি আশাবাদী। ফলাফল যায়ই হোক তা মেনে নেবেন। ’

রাজউক উত্তরা মডেল কলেজেও দেখা গেছে ভোটার উপস্থিতি কম। সকাল ১০টায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই কেন্দ্র পরিদর্শন করেন। উত্তরখান ইউনিয়ন উঁচ্চ বিদ্যালয়, দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাইস্কুল, বঙ্গবন্ধু কলেজ, কাওলা সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে সরেজিমিনে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। কেন্দ্রের বাইরে লোকজনের ভিড়। 

এদিকে উত্তরখানের ৪৬নং ওয়ার্ডের সাদেক মাস্টার মডেল স্কুলের সামনে সকাল পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ভোটাররা বলেন, 'সাদেক মাস্টার মডেল স্কুল কেন্দ্রের ৫০০ গজ উত্তরে পরপর দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। কেউ কেউ আবার ছোটাছুটি শুরু করেন।’

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, ‘কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর খিলক্ষেতে একটি ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার অন্বেষণ স্কুল কেন্দ্র এলাকায় ভোট শুরুর ১০ মিনিট আগে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোটার উপস্থিতি কমে যায়। 

ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। 

এদিকে গতকাল শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। যার প্রভাব পড়েছে ভোটের সকালে রাস্তায়। রিকশা ও সিএনজি ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই রাস্তায়। 

অপরদিকে হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা রয়েছে।