জয়ের ব্যাপারে আশাবাদী শেরীফা কাদের
জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী শেরীফা কাদের। উত্তরা হাইস্কুল এন্ড কলেজে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোট দানের পর সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
শেরীফা কাদের বলেন, ‘ভোটের পরিবেশ ভালোই আছি। ভোটার উপস্থিতি একটু কম। এখন সাড়ে ১১টা বেজে গেছে। ইনশাল্লাহ ভোটার উপস্থিতি বেড়ে যাবে।’
তিনি বলেন, ‘মহিলারা রান্নাবান্না করে তারপরে ভোট দিতে আসবেন। সে কারণেই ভোটার উপস্থিতি কম। আশা করি, সব ঠিকঠাক হয়ে যাবে। নির্বাচনের ব্যাপারে আমি আশাবাদী। ইনশাআল্লাহ, আমি জয়ী হব।'
লাঙল মার্কার এই প্রার্থী বলেন, ‘আমি এবারই প্রথম নির্বাচন করলেও এখানে আমি নিউ কামার নই। আমি এই এলাকার মানুষের সঙ্গে আছি ৩৩ বছর ধরে। আমি সাধারণ জনগণের সঙ্গে আছি। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নৌকার সমর্থনের বিষয়ে জানতে চাইলে শেরীফা কাদের বলেন, ‘সবার সমর্থনই পাচ্ছি কিছু কিছু। আমি জনগণের সাপোর্ট পাচ্ছি। তার মধ্যে তো নৌকার থাকবেই।’
সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সমঝোতা ঠিক ওই ভাবে হয়নি। যার যার মতো সবাই আছেন। সমঝোতার জন্য হয়তো এক্সট্রা বেনিফিট পাব। আওয়ামী লীগের অনেক লোক আমার সঙ্গে এসে কাজ করছেন। সে হিসাবে বলা যায়, এটা সমঝোতার জন্যই হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় পার্টির অনেক প্রার্থী ভোট থেকে সরে গেছে। সরে যাওয়ার কারণ জানতে চাইলে এই প্রার্থী বলেন, ‘সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার যার ব্যক্তিগত ইচ্ছায় তারা ভোট থেকে সরে গেছেন।’
ভোটের রেজাল্ট যাই হোক মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে শেরীফা কাদের কাদের বলেন, ‘ভোটের রেজাল্ট যেটা হবে সেটাই মেনে নিতে হবে।’