‘তারা নৌকা ও আমাকে বেছে নেবে’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ফোকগানের শিল্পী মমতাজ বেগম। আজ রবিবার নিজ এলাকায় ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই গায়িকা।
মমতাজ বলেন, ‘একজন প্রার্থী হিসেবে আমি এখানে দেখলাম এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় এই অবস্থায় সবাই যখন জানতে পারবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জয়ের ব্যাপারে আশাবাদী মমতাজ বলেন, ‘আগেও বলেছি এবং এখনো বলছি, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। কারণ মানুষের কাছে খুব জনপ্রিয় মার্কা হচ্ছে নৌকা। আর মানুষ ব্যক্তি মমতাজ হিসেবেও আমাকে অনেক ভালোবাসে। মানুষের দ্বারে দ্বারে আমি গিয়েছি। ভোটের মাধ্যমে তারা নৌকা ও আমাকে বেছে নেবে। এখানে নৌকা মার্কা শতভাগ জয়ী হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, ২০০৮ সালে ফোক সম্রাজ্ঞী মমতাজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তিনি।