উত্তরখানে ভোটকেন্দ্রের বাইরে ২ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারী ২০২৪, ১১:০১
শেয়ার :
উত্তরখানে ভোটকেন্দ্রের বাইরে ২ ককটেল বিস্ফোরণ

রাজধানীর খিলক্ষেতের পর এবার উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তরখানের ৪৬নং ওয়ার্ডের সাদেক মাস্টার মডেল স্কুলের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভোটাররা বলেন,‘সাদেক মাস্টার মডেল স্কুল কেন্দ্রের ৫০০ গজ উত্তরে পর পর দুটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। কেউ কেউ আবার ছোটাছুটি শুরু করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, ‘কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।’