নতুন বছরের নতুন গান

তারেক আনন্দ
০৭ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
নতুন বছরের নতুন গান

নতুন বছর উপলক্ষে প্রকাশ হয়েছে বেশ কিছু গান। কয়েকটি নতুন গানের খবর নিয়ে এ আয়োজন। লিখেছেন- তারেক আনন্দ

তোর বুকেতে দিস রে ঠাঁই

নোলক বাবুর কণ্ঠে প্রকাশ হয়েছে ‘তোর বুকেতে দিস রে ঠাঁই’ গানের মিউজিক ভিডিও। তরুণ সিংয়ের কথায় সুর করেছেন রিগ্যান হাসান। সংগীতায়োজন করেছেন এসডি সাগর। গানে মডেল হয়েছেন নোলকের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস মৌ ও নোলক বাবু নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলামিন হোসেন। গানটি প্রকাশ হয়েছে নোলকের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘নোলক বাবু অফিসিয়াল’ থেকে।

আমি তোমাকে চাই

‘আমি তোমাকে চাই, তুমি ছাড়া আমার আর কেউ নাইÑ সিরাজুম মুনিরের এমন কথা সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন লোপা হোসাইন ও নির্জো হাবিব। গানটিতে মডেল হয়েছেন শিপন মিত্র ও আনিসা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানভীর শেহজাদ। গানটি প্রকাশ হয়েছে লোপা হোসাইনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

ও যাযাবর পাখি

কণ্ঠশিল্পী ইমন খানের কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘ও যাযাবর পাখি’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পলক হাসান সুমন। সংগীতায়োজন করেছেন কবীর জনি। এতে মডেল হয়েছেন প্রীতম খান ও মাহি রাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পলক সুমন। গানটি প্রকাশ করেছে ড্রিম টাচ মিডিয়া।

সইবো না

সংগীতশিল্পী অয়ন চাকলাদারের কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘সইবো না’। শেখ নজরুলের কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এতে মডেল হয়েছেন অয়ন ও রিমু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সিজু খন্দকার। গানটি প্রকাশ করেছে এইচ এম ভয়েস।

লাগে বড় একা

মোহাম্মদ মিলনের কণ্ঠে জেএল মিউজিক থেকে প্রকাশ হয়েছে ‘লাগে বড় একা’ গানের মিউজিক ভিডিও। রাজু আহম্মেদের কথায় এতে মডেল হয়েছেন মাইশা রুদ্ভী এবং কেএম সায়েদ নিলয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজু আহম্মেদ। মিলন জানায়, চমৎকার কথা ও সুরের গান। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

রঙিলা বাড়ই ৪

কণ্ঠশিল্পী সালমা ও এইচ পি সোহাগের কণ্ঠে ‘রঙিলা বাড়ই’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর পর একে একে প্রকাশ হয় এই জুটির কণ্ঠে আরও তিন গান। নতুন বছরে প্রকাশ হলো ‘রঙিলা বাড়ই ৪’ গানের মিউজিক ভিডিও। গানের কথা ও সুর করেছেন দেলোয়ার শাহনেওয়াজ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জে এস জিসান। গানটি প্রকাশ করেছে সানডে মিউজিক স্টেশন।