বেনাপোল এক্সপ্রেসে আগুন: আরও ২ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর হয়েছে। তারা দুইজন রাজধানীরে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তারা হলেন- ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)।
বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার রাতে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে নতুন করে দুইজনসহ ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে হালিমা বেগমকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ও ওয়াহিদাকে (২৬) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও গতকাল রাতে আসা শিশুসহ ৮ জনকে এইচডিইউ তে রাখা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘দগ্ধদের মধ্যে সকলেরই কমবেশি শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।’
দগ্ধ বাকিরা হলেন- ডেইজি আক্তার রত্না (৪০) তার স্বামী মো. ইকবাল হোসেন (৪৮), তাদের দুই ছেলে রেহান (৬) দিহান (১১)। এছাড়াও ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), এম.ডি মাসুদ রানা (৩১), আসিফ মো. খাঁন (৩০)।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অমিত দেবনাথ (২৭) নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।