নৌকা সমর্থকের হাতের রগ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বরিশাল ব্যুরো
০৬ জানুয়ারী ২০২৪, ২০:৪৪
শেয়ার :
নৌকা সমর্থকের হাতের রগ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের অনুসারীদের বিরুদ্ধে নৌকার প্রার্থী (আদালতে প্রার্থিতা স্থগিত) আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সমর্থক সাহাবুদ্দিনের হাতের রগ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউসুফ মিয়া (৩০) নামে আরেক কর্মী।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে হিজলা উপজেলার শাওয়ার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা জানান, নির্বাচনে তারা নৌকার প্রার্থী শাম্মি আহমেদের পক্ষে কাজ করে আসছিলেন। সম্প্রতি শাম্মি আহমেদ নির্বাচনে আসতে না পারায় পঙ্কজ দেবনাথের অনুসারীরা তাদের ঈগলের পক্ষে কাজ করার কথা বলে। সেই কথা না রাখায় শুক্রবার রাত ৮টার দিকে শাওয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে তাদের হাতের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ যুবায়ের আহমেদ বলেন, ‘এ ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। বাকি ২ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’