রামুতে বৌদ্ধবিহারে আগুন: বুদ্ধিস্ট ফেডারেশনের নিন্দা

অনলাইন ডেস্ক
০৬ জানুয়ারী ২০২৪, ১৭:৫৯
শেয়ার :
রামুতে বৌদ্ধবিহারে আগুন: বুদ্ধিস্ট ফেডারেশনের নিন্দা

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের রামুতে ‌ঐতিহ্যবাহী কাঠের নির্মিত চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধবিহারে (বড় ক্যাং) গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আগুন দিয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা চালায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরি হস্তক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে বৌদ্ধবিহারটি রক্ষা পায়। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় ১৫০ বছরের প্রাচীন এ বৌদ্ধবিহারটি বিগত ২৯ সেপ্টেম্বর ২০১২ সালে সাম্প্রদায়িক গোষ্ঠী অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল।

ন্যাক্কারজনক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষে সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, ‘এদেশের সাম্প্রদায়িক মৌলবাদ গোষ্ঠী নির্বাচনের প্রাক্কালে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টির হীন উদ্দেশ্য সাধনের লক্ষ্য সুপরিকল্পিতভাবে এ হামলা চালায় বলে আমরা মনে করি। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করছি। অতিদ্রুত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শান্তি দাবি এবং বৌদ্ধবিহার ও বৌদ্ধ পল্লী সমূহের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছি।’