ট্রেনে আগুন /

লাশ পেতে অপেক্ষা করতে হবে স্বজনদের

ঢামেক প্রতিবেদক
০৬ জানুয়ারী ২০২৪, ১৭:৩৮
শেয়ার :
লাশ পেতে অপেক্ষা করতে হবে স্বজনদের

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আনা হয়েছে। পুড়ে অঙ্গার হওয়া এসব মরদেহ এখন চেনার উপায় নেই। এজন্য ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আজ শনিবার বিকেলে নিহত চারজনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এর আগে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান। 

এসআই মো. সেতাফুর বলেন, ‘মর্গে চারটি মরদেহ আছে। মরদেহের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষের। নিহতদের শরীর এতোটাই পুড়ে গেছে, যা দেখে চেনার কোনো উপায় নেই। চারজন তাদের স্বজনের সন্ধান চেয়ে আমাদের কাছে লিখিত আবেদন করেছেন। এদের মধ্যে একজন পুরুষ দুইজন নারী। এছাড়া এক নারী মৌখিকভাবে বলেছেন। মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করা ছাড়া পরিচয় শনাক্ত করা যাবে না। এজন্য ডিএনএ পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বজনদের। পরে সিআইডির মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে এলে হঠাৎ বগির মধ্যে আগুন দেখতে পান ট্রেনের যাত্রীরা। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকা আসছিল। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীসহ চারজনের মৃত্যু হয়।