অবৈধ পথে বিদেশ যাওয়া নিরুৎসাহিত করতে ‘দ্য গ্যাম’ প্রদর্শনী
‘দ্য গ্যাম’ প্রদর্শনীর একটি দৃশ্য
ভূমধ্যসাগর হয়ে ইউরোপ পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ পথের নাম ‘গেম’। দালালের প্রলোভনে ভূমধ্যসাগরে একের পর এক মর্মান্তিক ঘটনায় ইউরোপগামী বাংলাদেশিদের চরম মূল্য দিতে হচ্ছে। প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে বাংলাদেশিসহ হাজার হাজার শরণার্থী। এই ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইউরোপে আসা নিরুৎসাহিত করতে বাংলাদেশের নির্মাতা প্রকাশ রায় ও ভারতের জয় চ্যাটার্জি নির্মাণ করছেন তথ্যচিত্র ‘দ্য গ্যাম’।
গেল বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এটি প্রদর্শিত হয়। এ সময় ফ্রান্স সরকারের অভিবাসী বিষয়ক বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা তথ্যচিত্রটি উপভোগ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ফ্রান্সের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, নির্মাতা জয় চ্যাটার্জি ও প্রকাশ রায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তারা বলেন, অবৈধ পথে ইউরোপ আসা অভিবাসীদের যে চিত্র ফুটে উঠেছে, তা খুবই নির্মম আর হৃদয়বিদারক। আমরা আশা করব, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসা থেকে দেশের যুবকেরা বিরত থাকবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তথ্যচিত্রটি প্রদর্শিন শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নৈশভোজ। অংশগ্রহণকারীরা ‘দ্য গ্যাম’ নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’