চট্টগ্রামে ড্রামভর্তি ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্লাস্টিকের ড্রামভর্তি একটি মিনিট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্লাস্টিক ড্রামসহ ট্রাকটি পুড়ে গেছে।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড সদরের ঢালিপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ওসি) আব্দুল হাকিম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তার আগেই ট্রাক ও ড্রামগুলো পুড়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল আমাদের সময়কে বলেন, ‘চালক তাকে জানিয়েছেন ৮-১০ জন দুর্বৃত্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তার সহকারীকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়।’