আচরণবিধি লঙ্ঘন, ইউপি চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
০৬ জানুয়ারী ২০২৪, ১২:১১
শেয়ার :
আচরণবিধি লঙ্ঘন, ইউপি চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার এমপির ভাগ্নে সাঈদ হাসান তরফদার শাকিলকে (৩৫) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গতকাল শুক্রবার দিবারাত ১২টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রাত ১২টার দিকে সাঈদ হাসান তরফদার শাকিল একটি প্রাইভেটকারে মহাদেবপুর উপজেলার অলঙ্কাপুর গ্রামে যান। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের টাকা দেওয়ার প্রস্তাব দেন। টাকা দেওয়ার কথা জানাজানি হলে মানুষের সংখ্যা বাড়তে থাকে। পড়ে সেখানে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে মহাদেবপুর থানার পুলিশ, প্রশাসন, বিজিবিসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান।

সহকারী কমিশনার রিফাত আরা বলেন, ‘সাঈদ হাসান তরফদার শাকিলের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ওঠে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য কিছু প্রমাণ লাগে যা ওই সময় স্থানীয় জনগণের কাছে ছিল না। পরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় শাকিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিযোগিতা করছেন।