নৌকার প্রচারে অংশ নেওয়ায় ১২ প্রিজাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিল
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে ১২ জন প্রিজাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রাহেনুল হক মোট ৩৪ জন প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ করেন। এর মধ্যে চারঘাটের ১৬ ও বাঘার ১৮ জন রয়েছেন। তদন্ত শেষে প্রথম দফায় ১২ জনের নিয়োগ বাতিল করা হয়। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে নিয়োগ বাতিল হওয়া ১২ প্রিজাইডিং কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাহেনুল হক অভিযোগে উল্লেখ করেছেন, শিক্ষকসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নৌকা প্রতীকের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন। তারা প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা আছে। তিনি তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চারঘাটের ইউএনও সাইদা খানম বলেন, অভিযোগে নাম আসা ১৬ জন প্রিজাইডিং কর্মকর্তার বিষয়ে তদন্ত সাপেক্ষে ১২ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। অন্য চারজনকে রিজার্ভে রাখা হয়েছে।
এদিকে বাঘার ইউএনও এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। যেসব প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, তাদের নিয়োগ বাতিল হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, চারঘাট ও বাঘার প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা রাহেনুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।