৪ হাজার কে‌ন্দ্রে ব‌্যালট পেপার যা‌বে আজ

অনলাইন ডেস্ক
০৬ জানুয়ারী ২০২৪, ১০:৪০
শেয়ার :
৪ হাজার কে‌ন্দ্রে ব‌্যালট পেপার যা‌বে আজ

প্রস্তুতি শেষ, রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ শনিবার এ উপলক্ষে চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

ইসি সচিব বলেন, গতকাল সকাল ৮টার পর থে‌কে প্রচারণা শেষ হ‌য়ে‌ছে। আমা‌দের যে প্রস্তু‌তি সেটা যথাযথভা‌বে আছে। শনিবার থে‌কে নির্বাচনী মালামাল সব কেন্দ্রে যা‌বে। আজ চার হাজার কে‌ন্দ্রে ব‌্যালট পেপার চ‌লে যা‌বে, আর বাকী কে‌ন্দ্রে যা‌বে নির্বাচ‌নের দিন ৭ তা‌রিখ সকা‌লে।

তি‌নি আরও ব‌লেন, আমা‌দের কমনও‌য়েলথ ও ওয়াইসির স‌ঙ্গে বৈঠক হ‌য়ে‌ছে। তারা আমা‌দের নির্বাচ‌নী প্রস্তু‌তির সকল বিষ‌য়ে জান‌তে চাইলে আমরা সকল বিষয়ে তা‌দের‌কে জা‌নি‌য়ে‌ছি। তারা আমা‌দের প্রস্তু‌তির বিষ‌য়ে সন্তু‌ষ্ট প্রকাশ ক‌রে‌ছে।  

আগামীকাল রোববার সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরদিন সকাল পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে তারা।