করোনা পরবর্তী রোগীদের ফুসফুসের পুর্নবাসনের ওপর গবেষণা
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের রোগী, যাদের ইনফেকশন ভাল হওয়ার ১২ সপ্তাহ পরেও শ্বাসযন্ত্রের উপসর্গ (অবসাদ, পরিশ্রমমূলক শ্বাসকষ্ট ইত্যাদি) বিদ্যমান তাদের নিয়ে গবেষণা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসপিরেটরি মেডিসিন বিভাগ।
গবেষণায় বিভিন্ন ব্যায়ামের পাশাপাশি করোনা এবং পরবর্তী জটিলতা সম্বন্ধে অবগত করার সঙ্গে সঙ্গে শারীরিক ক্রিয়াকলাপ, টিকাদান, ধূমপানের বিরূপ প্রভাব সম্পর্কে অবহিত করা হচ্ছে এবং ধূমপান ত্যাগ করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
একজন মনোবিজ্ঞানী অংশগ্রহণকারীদের পৃথকভাবে এবং গ্রুপ থেরাপির মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছেন এবং একজন পুষ্টিবিদ তাদের চাহিদা অনুযায়ী পুষ্টি সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর গবেষণা কার্যক্রমের কারিগরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিএসএমএমইউয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম ও প্রতিষ্ঠানটির ডিন ও প্রিভেনটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক আতিকুল হক।
গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান গবেষণার কারিগরী সকল তথ্য-উপাত্ত এবং পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় গবেষণার কারিগরী বিষয়াদী সম্পর্কিত সামগ্রিক অগ্রগতি আলোচনা ও পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু