সরকারি কম্বল বিতরণ করে ভোট প্রার্থনা, জব্দ করল পুলিশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
০৫ জানুয়ারী ২০২৪, ২১:০৪
শেয়ার :
সরকারি কম্বল বিতরণ করে ভোট প্রার্থনা, জব্দ করল পুলিশ

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সরকারি কম্বল বিতরণের ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের রৃষিপাড়া গ্রামের গ্রাম পুলিশ স্বপন দাসের বাড়ি থেকে ৪৫টি সরকারি কম্বল উদ্ধার করে পুলিশ।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকৃত কম্বল সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযুক্ত স্বপন দাস বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান কম্বলগুলো বিতরণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তার কাছে দেন। বিষয়টি জানাজানি হলে বারবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পরে কালীগঞ্জ সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করলে তার নির্দেশে সকালে কম্বলগুলি সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযোগের বিষয়টি জানতে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেনের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম পুলিশ স্বপন দাসের বাড়িতে সরকারি অনেক কম্বল আসে। পরদিন শুক্রবার সকালে গ্রামবাসী কম্বল পেতে তার বাড়িতে জটলা সৃষ্টি করে। বিষয়টি জানাজানি হলে তারা ফাঁড়ি পুলিশ ও গনমাধ্যমকর্মীদের জানান।

এ ঘটনায় নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার বলেন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন খান প্রতিপক্ষ প্রার্থী আব্দুর রশিদ খোকনের ট্রাক প্রতীকের নির্বাচন করছেন। আগের দিন সন্ধ্যায় তারা কম্বল দেবার প্রতিশ্রুতি দিয়ে রৃষি পাড়াতে ট্রাক প্রতীকের ভোট চেয়েছে। প্রতিশ্রুতি দেওয়া ওই সরকারি কম্বলগুলিই গ্রাম পুলিশের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।

বারবাবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হায়াত আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গ্রাম পুলিশ স্বপন দাসের বাড়ি থেকে সরকারি ৪৫টি কম্বল উদ্ধার করেন। এ বিষয়টি তিনি কালীগঞ্জ সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করলে তার নির্দেশে উদ্ধারকৃত কম্বল সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, নির্বাচনে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া জনপ্রতিনিধিগণ সরকারি অনুদানের কম্বল বা কোনো মালামাল দিতে পারবেন না। দিলে তা আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়বে। তিনি বিষয়টি জানার পরেই পুলিশের সহায়তায় কম্বলগুলি সাধারণ মানুষের মাঝে বিতরণের নির্দেশ দিয়েছেন।