ফেনীতে ভোটকেন্দ্রে আগুন
ফেনীর সোনাগাজী উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়ের চরশাহাভিকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আগুন দেওয়া কেন্দ্রটি ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনের ১০২ নম্বর কেন্দ্র। এ ভোটকেন্দ্রটি অধিকতর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরশাহাভিকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকালে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আবদুর রহমান আজাদ নামে স্কুলটির এক অফিস সহকারীকে আটক করেছে পুলিশ।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নরুল ইসলাম ভুট্টো জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে কক্ষে থাকা কম্পিউটারসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় এই ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সস্প্রতি বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয়ের আগুন লাগানোর ঘটনা নির্বাচন বানচালকারীদের কাজ নাকি সভাপতি ও প্রধান শিক্ষকেরর দ্বন্দ্বের জেরে সেটা খতিয়ে দেখার দাবি জানিয়েছে এলাকাবাসী।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাসনিম হোসাইন বলেন, আগুন দেওয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।