শুক্রবার কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৫ জানুয়ারী ২০২৪, ০৯:৪৪
শেয়ার :
শুক্রবার কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আ. লীগ-কমনওয়েলথ বৈঠক:

সকাল ১১টায় তেজগাঁও আওয়ামী লীগ অফিসে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করবে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষকরা।

ইসি-কমনওয়েলথ বৈঠক:

বিকেল ৩টায় ইসিতে কমনওয়েলথের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

ওবায়দুল কাদেরের ব্রিফিং:

বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ:

বেলা ১১টায় গণতন্ত্র ফোরামের উদ্যোগে প্রহসনের নির্বাচন বর্জনসহ ১ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করবেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক।

ডিএমপির প্রেস ব্রিফিং:

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বেলা পৌনে ১১টায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ব্রিফি করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।