কারাগারের আদম তমিজী হক
সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানার মামলায় গ্রেপ্তার আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১০ জানুয়ারি জামিন শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
আজ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম আসামিকে আদালতে নিয়ে আসেন। পরে দুপুর ৩টা ২০ মিনিটে আদম তমিজী হককে আদালতে হাজির করা হয়।
গত ১৫ নভেম্বর আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
আরও পড়ুন:
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
মামলায় বলা হয়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় আনিছুর রহমান নাঈম নিজ অফিসে অবস্থানকালে দেখতে পান, আদম তমিজি হক তার আদম হক নামের ফেসবুক আইডি ব্যবহার করে জনশৃঙ্খলা পরিপন্থী, মিথ্যা, আক্রমণাত্মক তথ্য উপাত্ত প্রচার করে এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ বর্তমান সরকারবিরোধী বিভিন্ন ধরনের অবমাননাকর, আপত্তিজনক, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। তার এ সব বক্তব্যে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এই পলাতক আসামি তার অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
গত ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ১১ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ২৮ ডিসেম্বর আদালত নির্দেশে বলেন, মামলার আসামি আদম তমিজী হককে গত ১১ ডিসেম্বর গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। তদন্তকারী কর্মকর্তার সবশেষ প্রতিবেদনের সঙ্গে আসামির শারীরিক অবস্থা সম্পর্কিত ডাক্তারি প্রতিবেদন নেই। এ অবস্থায় মামলার আসামি আদম তমিজী হক আদালতে হাজির হওয়ার মতো শারীরিকভাবে সক্ষম কি না তা জানাতে বলা হলো। এ বিষয়ে গতকাল মেডিকেল বোর্ড গঠন করে প্রতিবেদন দাখিলের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে আদেশ দেন আদালত।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আদেশে আরও বলা হয়, মেডিকেল বোর্ডের নির্ধারিত সময় ও স্থানে আদম তমিজী হককে উপস্থাপনের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো। আদেশ পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হলো। বোর্ড আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা বিষয়ে দেওয়া প্রতিবেদন দাখিলের জন্য আজ আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হল। একইসঙ্গে আসামিকে আদালতে হাজির করার জন্য ৪ জানুয়ারি দিন ধার্য করা করা। সে অনুযায়ী আজ তাকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি