আচরণবিধি লঙ্ঘন, বিমান প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারী ২০২৪, ১৮:০১
শেয়ার :
আচরণবিধি লঙ্ঘন, বিমান প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

হবিগঞ্জ -৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নির্বাচন আচরণবিধির লঙ্ঘন অভিযোগের জবাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ সবুজ পালের কাছে লিখিত জবাব দেন তিনি।

লিখিত জবাবে তিনি জানান, গত ২ ডিসেম্বর বিকেলে চুনারুঘাট উপজেলা সদরের মধ্যবাজারে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী হিসেবে তার জনসভা ছিল। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের এবং নৌকা পাগল জনগণের বিপুল উপস্থিতির কারণে যানবাহন ও জনগণের চলাচলে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার নিশ্চয়তা প্রদান করেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী তার প্রতিনিধির মাধ্যমে এ জবাব পাঠান। সিনিয়র সহকারী জজ সবুজ পালের বেঞ্চ সহকারী খন্দকার শরীফ মো. রুবেল জবাবের বিষয়টি নিশ্চিত করেছেনেন।