মা হওয়ার প্রসঙ্গে যা বললেন দীপিকা
বিয়ের আগে প্রায় ছয় বছরের প্রেম। এরপর ২০১৫ সালে গোপনে হয় আংটি বদল। আর ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। গেল বছর নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকীও পালন করেছেন এই তারকা জুটি।
দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন তারা। এবার মা হতে চান দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা কথাই প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী।
দীপিকার কথায়, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি, যেদিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’
বিয়ের পাঁচ বছর পর এবার কী তবে সন্তানধারণের কথা ভাবছেন দীপিকা ও রণবীর?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দীপিকা জানান, এখনও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি উপলব্ধি করেন, তিনি একেবারেই বদলাননি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নায়িকার মতে, ‘আমাদের পেশায়, খ্যাতির ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনো সদস্যই বাড়িতে আমাকে “তারকা” বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।’
সঞ্জয় লীলা বানসালি’র ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর-দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে পাওয়া গেছে তাদের। পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।