চিরনিদ্রায় শায়িত হলেন সালমান শাহর সিনেমার নির্মাতা

বিনোদন প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৪, ১৬:০০
শেয়ার :
চিরনিদ্রায় শায়িত হলেন সালমান শাহর সিনেমার নির্মাতা

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সালমান শাহ-শাবনূর অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর মধুবাগে তার জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা এম এ খালেককে ‘গার্ড অব অনার’ প্রদানের পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।

এর আগে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এম এ খালেক। গতকাল বুধবার দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পরিচালক।

জানা যায়, ঢাকার মতিঝিলে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এম এ খালেক। পেছন থেকে আরেকটি রিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। পথচারী তাকে ঢাকার মধুবাগের বাসায় পৌঁছে দিলে সেখান থেকে নেওয়া হয়েছিল হলি ফ্যামিলি হাসপাতালে নেন।

পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এম এ খালেকের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দিন পাঁচেক আগে বাসায় আনা হয় তাকে।

এদিকে, প্রায় দেড় দশক ধরে সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন খালেক। তবে মাঝেমধ্যে এফডিসিতে আসতেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। পেশাগত জীবনে পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন তিনি।