অবশেষে পূরণ হচ্ছে দীঘির স্বপ্ন
ছোটবেলা থেকে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাজের ভক্ত প্রার্থনা ফারদিন দীঘি। স্বপ্ন ছিল একদিন তার নির্দেশনায় কাজ করবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই চিত্রনায়িকার। অভিনয় করতে যাচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘গাঁইয়া’তে।
সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তারা চুক্তিবদ্ধ হয়েছেন।
উচ্ছ্বাস নিয়ে দীঘি বলেন, ‘আমি কতটা খুশি, বলে বোঝাতে পারবো না। কারণ তিনি আর কেউ নন, গিয়াস উদ্দিন সেলিম স্যার।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তার কথায়, ‘এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। “মনপুরা” সিনেমাটা আমার খুব প্রিয়। সব সময় ভাবতাম, যদি সেলিম আংকেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগির হয়তো তার আরো সিনেমায় সুযোগ পাব। এই ওয়েব ছবিটি বঙ্গর “লাভ স্টোরিজ” সিরিজের। ভালোবাসা দিবসকে সামনে রেখে তারা বেশ কয়েকটি ভালোবাসার কনটেন্ট তৈরি করছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘গাঁইয়া’তে দীঘির বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন নাটকের শুটিংয়ে। তাই চুক্তিসাক্ষর অনুষ্ঠানে হাজির হতে পারেননি। সিনেময় দীঘির বাবার ভূমিকায় থাকছেন তার বাস্তব জীবনের বাবা সুব্রত। আসন্ন জাতীয় নির্বাচনের পর শর্টফিল্মের শুটিং শুরু হবে বলে জানা গেছে। আর ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
উল্লেখ্য, এর আগে দীঘিকে দেখা গেছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছেন।