বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ায় গাড়ি ভাঙচুর, আটক ৩
নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণের সময় পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মী যানবাহন ভাঙচুর করে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা চলছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরে ঢুকে নাশকতা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে নাটোর-বগুড়া মহাসড়কে ৭-৮টি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ তিনজনকে আটক করে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।