মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছেলে
মায়ের মৃত্যুর খবর শোনার পর মো. রেজাউল করিম (৪৩) নামের ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
রেজাউল করিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত রোগে রেজাউলের মা লায়লা বেগমকে (৭০) গতকাল বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মায়ের মৃত্যুর খবর শোনার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রেজাউল। তাকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। আজ বৃহস্পতিবার মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।