ওমর সানী হলেন ভারতের ওঙ্কার সিং কাটকার
ওঙ্কার সিং কাটকার রূপে ওমর সানী
মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে ২১ কোটি টাকার বাজেটে সিনেমা নির্মাণ করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নাম ‘অপারেশন জ্যাকপট’।
সেসময় তৎকালীন ভারতের প্রতাপশালী অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা ওমর সানীকে। বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই। প্রকাশ করেছেন চরিত্রটির লুকও।
এদিকে ‘অপারেশন জ্যাকপট’র প্রযোজক স্বপন চৌধুরী জানান, সিনেমার শুটিংয়ে ইতিমধ্যেই অংশ নিয়েছেন গুণী অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ, চিত্রনায়ক ওমর সানী, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরু, ইমন, জয় চৌধুরী, শিপন মিত্রসহ অনেকেই। সবাইকে দেখা গেছে একেবারে অচেনা রূপে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চিত্রনায়ক জিয়াউল রোশান বলেন, ‘লুঙ্গি পরার অভিজ্ঞতা প্রথমবার হয়েছে। ভালো লাগছে সব মিলিয়ে।’
‘অপারেশন জ্যাকপট’ যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট