মৃত্যুর পরও যেন আমার গান মানুষ আগ্রহ নিয়ে শোনে

তারেক আনন্দ
০৪ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
মৃত্যুর পরও যেন আমার গান মানুষ আগ্রহ নিয়ে শোনে

‘লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে’ গানের কথাগুলো পড়তে পড়তে, শুনতে শুনতে যার মুখ ভেসে ওঠে চোখের সামনে তিনি সবার প্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। আজ ৪ জানুয়ারি জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্মদিন। ১৯৬৬ সালের এই দিনে জন্ম নেন তিনি। ফাহমিদা নবী এখন অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশেষ এই দিনটি সেখানেই উদযাপন করবেন। সঙ্গে আছেন তার বোন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীও।

ফাহমিদা নবী ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং চার দশক ধরে সাফল্যের সঙ্গে গান গেয়ে যাচ্ছেন। এনামুল করিম নির্ঝর পরিচালিত ‘আহা!’ চলচ্চিত্রে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটিতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আধুনিক, ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র এবং নজরুল সংগীতে সমান পারদর্শী গুণী এ কণ্ঠশিল্পী উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় অ্যালবাম। এর মধ্যে ‘এক মুঠো গান’, ‘এক মুঠো গান-২’, ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি, ‘মনে কি পড়ে না’, ‘চারটা দেয়াল হঠাৎ খেয়াল’, ‘তবু বৃষ্টি চাই’, ‘ইচ্ছে হয়’, ‘আমারে ছুঁয়েছিলে’ (নজরুলগীতি), ‘তুমি অভিমানে’ প্রভৃতি।

জন্মদিনে উপলব্ধির কথা প্রসঙ্গে উঠতেই ফাহমিদা নবী বলেন, ‘আমার মৃত্যুর পরও যেন আমার গাওয়া গান যুগের পর যুগ মানুষ আগ্রহ নিয়ে শোনে সেই স্বপ্ন আর আশা থেকেই এখনো ভালো গান করার চেষ্টা করে যাচ্ছি। গায়ক কিংবা গায়িকা হয়তো অনেকেই হতে পারে, তবে সত্যিকারের শিল্পী সবাই হতে পারে না। শিল্পী হতে হলে শিল্পীকে অবশ্যই বিনয়ী হতে হয়, গানের প্রতি ভালোবাসা

থাকতে হয়।’