ভারত-দ. আফ্রিকা ম্যাচে ইসরায়েলবিরোধী স্লোগান

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৪, ২১:৫১
শেয়ার :
ভারত-দ. আফ্রিকা ম্যাচে ইসরায়েলবিরোধী স্লোগান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে চলছে ইসরায়েলি হামলা। গত ৭ অক্টোবর থেকে এখনো পর্যন্ত অঞ্চলটিতে মৃতের সংখ্যা ২২ হাজার ১৮৫ জনে। বর্বর এই হামলার প্রতিবাদ হয়েছে চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টেও। 

আজ বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিওল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ‘প্রো প্যালেস্টাইন গ্রুপ’-এর সদস্যরা ইসরায়েলবিরোধী স্লোগান দেন। ‘প্রো প্যালেস্টাইন গ্রুপ’ বিভিন্ন প্লাকার্ডও নিয়ে এসেছিল। সেখানে লেখা ছিল, ‘বয়কট, বর্ণবাদী ইসরায়েল’ এবং ‘ছক্কা মেরে বর্ণবাদী ইসরায়েলকে ধ্বংস করে দাও’। স্বাধীন ফিলিস্তিনের জন্যও আওয়াজ তোলেন তারা। 

এসময় ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থন করায় দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের পেসার ডেভিড টিজারকে বরখাস্ত করারও আওয়াজ তোলেন তারা। মাঠের বাইরেও টিজারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, ‘ডেভিড টিজার, আমাদের দেশের অধিনায়কত্ব করার অধিকার নেই তোমার।’

গত বছরের ২২ অক্টোবর ‘জুইশ অ্যাচিভার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে টিজারকে ‘রাইজিং স্টার’ তকমা দেওয়া হয়। তখন টিজার বলেন, ‘আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। এবং হ্যাঁ, আমি এখন উঠতি তারকা, কিন্তু আসল উঠতি তারকা হচ্ছে ইসরায়েলের তরুণ সেনা সদস্যরা।’