চেয়ার থেকে পড়ে শ্রেণিকক্ষেই মারা গেলেন শিক্ষিকা
টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে চেয়ার থেকে পড়ে মোছা. রিনা আক্তার (৩৮) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শুশুয়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, ‘রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে রিনা আক্তারের দায়িত্ব পালনের কথা ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।’
শিক্ষিকা রিনা আক্তারের মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন।