ভোটের দিন ওসিদের কী নির্দেশ দেওয়া হয়েছে, জানালেন অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘সকলে সাবধান হোন। দেশ দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ কর্তৃপক্ষ প্রতিটি জেলায় গিয়ে প্রত্যেক ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্দেশ দিচ্ছেন, কমপক্ষে ৬০ শতাংশ ভোট কাস্টিং নিশ্চিত করতে হবে। সিভিল প্রশাসনকেও একই নির্দেশনা দেওয়া হচ্ছে।’
আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।
এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি ভোটের জন্য এক হাজার টাকা প্রার্থীরা বরাদ্দ করেছে। এলাকায় এলাকায় গ্রুপ লিডার নিযুক্ত করেছে। তাদের সকলের সম্মুখে নগদ টাকা দেওয়া হচ্ছে। যে বা যারা ভোট দেবেন, তাদেরকে একটি কুপন দেওয়া হবে। পরে কুপন প্রদর্শন করলে নগদ হাজার টাকা পাবে। ভোটের পরে এই কার্ড বা কুপন অনুযায়ী প্রতি ভোটারকে মাসিক ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে।’
অলি আহমদ আরও বলেন, ‘টাকার লোভে দেশের মানুষ ভোটাধিকার হারাবেন। একদলীয় শাসন থেকে দেশকে বাঁচান। ভবিষ্যতে অর্থনৈতিক সংকট অপেক্ষা করছে। সঠিক সিদ্ধান্ত নিন, দেশ বাঁচান, গণতন্ত্র রক্ষা করুন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার