শাকিবের পর ইধিকা এবার দেবের নায়িকা
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। মাঝে টলিউড তারকা সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এবার টলিউড সুপারস্টার দেবের বিপরীতে দেখা যাবে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম আননদবাজারের খবরে বলা হয়, দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে দেখা যাবে ইধিকাকে। দেবের বিপরীতে অভিনয়ের সুযোগের বিষয়ে ইধিকা বলেন, ‘খুব ভালো লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারও যেন দর্শক আমার পাশে থাকেন।’
দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে ইন্ডাস্ট্রিতে কী শত্রুর সংখ্যা বাড়তে পারে?-এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘হিংসা বা শত্রু, বিষয়গুলোকে এইভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তারা সবাই চাইবেন যাতে আমি ভালোকাজ করি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে টলিউডে সোহম চক্রবর্তীর সঙ্গে একটি ছবির শুটিং শুরু করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনো বাকি আছে। সে দিক থেকে টলিউডে ‘খাদান’ই তার প্রথম ছবি হতে চলেছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করেছেন ইধিকা। ছবিটি সুপারহিট হয়, শাকিবের পাশাপাশি প্রশংসিত হন ইধিকাও। বর্তমানে ‘কবি’ নামের ঢালিউডের আরেক ছবিতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করছেন ইধিকা।