এবার ৬৪ জেলায় ‘ওরা ৭ জন’

বিনোদন প্রতিবেদক
০৩ জানুয়ারী ২০২৪, ১৪:২১
শেয়ার :
এবার ৬৪ জেলায় ‘ওরা ৭ জন’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ২৯ ডিসেম্বর থেকে দেশের ৬৪ জেলায় শুরু হয়েছে ‘গণজাগরণে চলচ্চিত্র উৎসব’। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উৎসবে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের ‘আম-কাঁঠালের ছুটি’ ও গৌতম কৈরীর ‘বঙ্গমাতা’।

তারই ধারাবাহিকতায় এবার দেশের ৬৪ জেলায় প্রদর্শিত হবে খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় আর শুক্রবার বিকেল ৪টায় দেশের ৬৩ জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে একযোগে সিনেমাটি দেখানো হবে।

নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘ঢাকাসহ ৬৪ জেলায় বড় পর্দায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ। যখন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প একটি সুষ্ঠু এবং স্বচ্ছ ডিস্ট্রিবিউশন সিস্টেমের অভাবে ধুকে ধুকে মরছে, তখন এ ধরণের বিকল্প উদ্যোগ জন-সাধারণকে ভালো সিনেমা দেখার বিশেষ সুযোগ করে দিচ্ছে। যারা সিনেমা হলে সিনেমাটি দেখতে পারেননি তাদের এই সুযোগ গ্রহণ করতে অনুরোধ করছি।’

এদিকে, গত বছর ৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওরা ৭ জন’। সাতজন মুক্তিযোদ্ধার যুদ্ধের ময়দানের বীরত্বগাথা এবং একটি দুর্ধর্ষ অভিযান অবলম্বন করে সিনেমার গল্প আবর্তিত। চাষী নজরুল ইসলাম পরিচালিত স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ থেকে অনুপ্রাণিত ‘ওরা ৭ জন’।

‘ওরা ৭ জন’ সিনেমাটি কে. এইচ. কে. প্রডাকশনস’র ব্যানরে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শিবা শানু, জয় রাজ্, জাকিয়া বারি মম, নাজিয়া হক অর্ষা, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজিব, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তুর্য, আজম খান, তাসনিম তাশফী এবং খিজির হায়াত খানসহ অনেকে।