হার্ভার্ড ইউনিভার্সিটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৪, ১২:০১
শেয়ার :
হার্ভার্ড ইউনিভার্সিটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের পদত্যাগ

কংগ্রেসম্যান ও ইহুদি লবিস্টদের চাপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণাঙ্গ নারী ক্লডিন গে। ২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইহুদিবিদ্বেষসহ বিভিন্ন অভিযোগ এনে তার ওপর চাপ তৈরি করা হচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৩৩৮ বছরের ইতিহাসে গে-ই হার্ভার্ডের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। পদত্যাগপত্রে গে জানান, ‘ব্যক্তিগত হুমকি এবং জাতিগত শত্রুতার শিকার হয়েছেন তিনি।’ দ্য হার্ভার্ড করপোরেশন একটি ইমেইলে জানান, তারা দুঃখের সাথে গের পদত্যাগ গ্রহণ করছেন। তার স্থলাভিষিক্ত হবেন অ্যালান গার্বের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইহুদী বিদ্বেষ ও পরে জ্ঞানগত চৌর্যবৃত্তির অভিযোগ এবং এসব নিয়ে বিব্রতকর পরিস্থিতির জেরে পদত্যাগ করেছেন ক্লডিন। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ইহুদী বিরোধী আন্দোলন নিয়ে হার্ভার্ডের ইহুদী কমিউনিটি ও মার্কিন কংগ্রেসের কিছু সদস্যের তোপের মুখে পড়েন তিনি এ নিয়ে গত ৫ ডিসেম্বর মার্কিন কংগ্রেসে শুনানিতেও অংশ নিতে হয়েছিল তাকে।

শুনানিতে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রতিক্রিয়ার সমালোচনা করেছে। কংগ্রেসমেনদের অভিযোগ, ক্যাম্পাসে ইহুদী বিরোধী আন্দোলন সামলাতে পারেননি গে। এসব বিক্ষোভ হতে দেওয়াকে ‘ইহুদী বিদ্বেষ’ হিসেবে দেখছে মার্কিন কংগ্রেসের অনেকেই।