সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জানুয়ারী ২০২৪, ০৯:৪২
শেয়ার :
সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি থেকে নামছে বাস

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা ৫ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তখন ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। প্রচণ্ড শীত আর কুয়াশায় দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাড়ে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ৮টা ৫ মিনিটে থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি সচল রয়েছে।