কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৪, ০৮:৩৮
শেয়ার :
কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

ভোট দেবেন রাষ্ট্রপতি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তিনি।  

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা:

রাজশাহী, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া ও সন্দ্বীপ ভার্চুয়ালি জনসভা করবে আওয়ামী লীগ। এতে অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা এ জনসভা শুরু হবে। এর আগে সকাল ১০টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বিএনপি ও শরীকদলের গণসংযোগ:

চলমান আন্দোলনের অংশ হিসেবে গণসংযোগ করেব বিএনপি, শরিকদল ও জোট। এদের মধ্যে গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ১১টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে, ১২ দলীয় জোট বেলা সাড়ে ১১টায় তোপখানা রোড বিএমএ ভবনের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, এলডিপি বেলা সাড়ে ১১টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার গোল চত্বর এলাকা থেকে, গণ ফোরাম ও পিপলস পার্টি সকাল সাড়ে ১০টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় পল্টন মোড় থেকে, বাংলাদেশ লেবার পার্টি দুপুর ১টায় পুরানা পল্টন জামান টাওয়ারের সামনে থেকে, এবি পার্টি বিকেল ৩টায় বিজয় চত্বর বিজয় নগরের সামনে থেকে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে, বাংলাদেশ ইয়ুথ ফোরাম সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণসংযোগ করবে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী, শনির আখড়া গবিন্দপুর বাজারে ন্যায্য মূল্যে পোল্ট্রি ফিড, ডিম ও মুরগি সরাসরি খামারি এবং পাইকারি আড়তের মাধ্যমে বিক্রি উদ্বোধন করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মেয়র তাপসের কর্মসূচি:

বকশি বাজার জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বেলা ১১টায় এ উদ্বোধন অনুষ্ঠান হবে।

নির্বাচনী প্রচারণা:

মহাখালীর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) থেকে বিকেল ৩টায় নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

দুপুর ২টায় রায়ের বাজার ৩৪ নম্বর ওয়ার্ডের মকবুল হোসেন কলেজের পাশে, রহিম ব্যাপারী ঘাট থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করবেন ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।